nhiZ Dmgvb (iv)-Gi Rxebv`k©

মুসলিম জাহানের তৃতীয় খলীফা হযরত উসমান (রা) ৫৭৬ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়্যা গোত্রে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই তিনি অত্যন্ত নম্র,ভদ্র ও লজ্জাশীর ছিলেন। শিা দীায় ওছিলেন স্বনামধন্য। ৩৪ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ। করেন। ইসলাম গ্রহণের অপরাধে তাঁর চাচা হাকাম তাঁকে নানারকম নির্যাতন করে। সব নির্যাতন সহ্য করে তিনি ইসলামের অটল-অবিচল থাকেন। আত্নীয়দের নির্যাতন অসহ্য পর্যয়িে পৌঁছলে তিনি মহানবী (স)-এর কন্যা ও স্বীয় সগধর্মিণী রুকাইয়াকে নিয়ে আবিসিনিয়ায় হিজরত করেন।

ইসলামের খিদমত

হযরত উমান (রা) মহানব ি(স)-এর সর্বাণিক সঙ্গী হয়ে ইসলাম প্রচারে আত্ননিয়োগ করেন। এ কাজে তাঁর ধন-সম্পদ উদার হস্তে ব্যয় করতে থাকেন। হিজরত করার পর এক বার মদীনায় দুর্ভি দেখো দিলে তিনি দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করেন। স্থান সঙ্কলান না হওয়ায় মহানবী (স) মসজিদে নববী সমপ্রসারণের ইচ্ছা প্রকাম করলে তিনি মসজিদ সংলগন্‌ জমি ক্রয় করে এর সমপ্রসারণের ব্যবস্থা করেন।তবূক যুদ্ধে ৩০০০০ সৈনের এক-তৃতীয়াংশের ব্যয়ভার তিনি একাই বহন করেন এবং রোমীয় বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করার জন্য এক হাজার উট দান করেন।

হযরত উসমান (রা)-কে আল্লাহ প্রচুর সম্পদ দান করেছিলেন। ইসলামের দুর্দিনে তিনি অকাতরে তা ব্যয় করে সম্পদের হক আদায় করেছিলেন্‌ এেত্ের তিনি সর্বকালের বিত্তশালী লোকদের জন্য আদর্শ।

কুরআন সংকলন

আরবের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষায় কুরআন তিলওিয়াত করা হত। পরবর্তীতে এটি মুসলিম উম্মাহ্‌র জন্য জটিল সমস্যা হয়ে দাড়াঁয়। এতে মুসলিম উম্মাহ্‌র ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার উপক্রম হয়। হযরত উসমান (রা) অবস্থার গুরুত্ব উপলব্ধি করে এ ব্যাপারে ত্বরিত পদপে নেন এবং হযরত হাফসা (রা)-এর নিকট রতি কুরআনের মূর কপি এনে তার অনেকগুলো কপি করিয়ে মুসলিম সাম্রাজের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। এ জন্য তাকে “জামিউল কুরআন বা কুরআন সংকলনকারী বলা হয়।

 


Rxebv`k© Gi †c‡R dx‡i hvb

‡nvg †c‡R dx‡i hvb